রবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

মক্তব থেকে ফেরার সময় নিহত চার

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ১:০২ অপরাহ্ণ

কুষ্টিয়ার খোকসায় উপজেলায় মক্তব থেকে ফেরার সময় মাইক্রোবাসের ধাক্কায় চার নারী শিক্ষার্থী নিহত হয়েছেন। এদের মধ্যে ঘটনাস্থলেই একজন এবং বাকি তিনজন হাসপাতালে নেয়ার পর মারা যান।

নিহতরা হলেন- উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের পালন মিয়ার মেয়ে মারিয়া (১৪), তার বোন তানজিলা খাতুন (১৩), একই গ্রামের হেলাল মিয়ার মেয়ে জ্যোতি খাতুন (১০) এবং মো. হানিফ মণ্ডলের মেয়ে মিম খাতুন (১২)।

রোববার সকালে উপজেলার কুঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস।

দুর্ঘটনায় হতাহতের পর স্থানীয় এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। এতে যানজটের সৃষ্টি হয়।

শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে বাড়ি ফিরছিলো শিক্ষার্থীরা। কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে তিনজন মারা যায়।

ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, মাইক্রোবাস কতজন ছিলেন তা জানা সম্ভব হয়নি। মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক