রাশিয়ার মস্কো অঞ্চলের ক্রোকাস সিটির কনসার্ট হলে হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১১৫ জনে দাঁড়িয়েছে বলে তদন্ত কমিটি শনিবার জানিয়েছে।
হামলাকারীরা স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে হলটিতে প্রবেশ করে গুলি চালায়। এতে এখন পর্যন্ত কমপক্ষে ১১৫ জন নিহত এবং ১৪৫ জনেরও বেশি আহত হয়েছে। হামলাকারীরা অনুষ্ঠানস্থলে আগুনও লাগিয়ে দিয়েছিল।
রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫ জনে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা উদ্বেগের কারণে মস্কোর সমস্ত পাবলিক ইভেন্ট এবং জমায়েত বাতিল করা হয়েছে। এছাড়াও মস্কোর চারটি প্রধান বিমানবন্দরসহ সবগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
রুশ গণমাধ্যমগুলো জানিয়েছে, এরইমধ্যে সন্ত্রাসবিরোধী সহযোগিতার বিষয়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যৌথভাবে “সন্ত্রাসবাদ” মোকাবেলায় প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন তারা। তবে তাদের পরবর্তী পরিকল্পনার বিষয়ে কিছু জানায়নি ক্রেমলিন।
মস্কোর চারটি প্রধান বিমানবন্দর ছাড়াও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা ও অফিসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী কয়েক ঘণ্টার মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
এর আগে শুক্রবার রাতে রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে হামলা চালায় একদল বন্দুকধারী। হামলায় এখন পর্যন্ত ১১৫ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।