বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে কেউ যদি মাইনাস-টু’র কথা বলে এটা তাদের সমস্যা, উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ওই আশা জীবনেও পূরণ হবে না।
শুক্রবার (১০ জানুয়ারি) যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা বিএনপিসহ অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এরশাদের সময়সহ ওয়ান ইলিভেনে অনেকে চেষ্টা করেছে সফল হয়নি। বিএনপি আজকে অনেক শক্তিশালী দল।
তিনি আরও বলেন, বিদেশ থেকে আসা নেতাকর্মীরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তারা সোচ্চার ছিলেন। গত ১৬ বছর আন্দোলনে তাদের ত্যাগ ভোলার মতো নয়। তারা বিদেশে থাকলেও তাদের পরিবার দেশে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা আলোচনা করবো জানিয়ে তিনি বলেন, আমাদের আন্দোলনের সব রেকর্ড থাকতে হবে। গণতন্ত্র ফেরাতে নির্বাচন হবে প্রথম সংস্কার।
এর আগে উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। লন্ডনের ”দ্যা লন্ডন ” ক্লিনিকে তাকে ভর্তি করা হয়।