কক্সবাজারের টেকনাফে নির্মাণাধীন বাড়ির মাটির দেয়াল ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দিনগত রাত তিনটার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মরিচ্যাঘোনা ফকিরাঘোনা এলাকার মৃত ঠান্ডামিয়ার ছেলে ফকির মোহাম্মদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), তার ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১)।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, টেকনাফের হ্নীলার ফকির মোহাম্মদ নিজ বাড়িটা মাটি দিয়ে তৈরি করেছিলেন। বৃষ্টি হওয়ায় ঘরের উপরে ও চারিপাশে ত্রি-পল দিয়ে ঘুমান সবাই। এরপর হঠাৎ রাত ৩টার দিকে অনবরত বৃষ্টিতে মাটির দেওয়াল ভেঙে চাপা পড়ে ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়।
টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানিয়েছেন, নিহত পরিবারকে প্রশাসনিক সহযোগিতা দেওয়া হবে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে।
এদিকে শক্তি সঞ্চার করে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ‘মিধিলি’ নামের ঘূর্ণিঝড়টি শুক্রবার সন্ধ্যার মধ্যে দেশের ১১টি জেলায় আঘাত হানতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া পূর্বাভাস। আর এরই প্রভাবে মধ্যরাত থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে।