নির্বাচন কমিশন ভোটারদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে তাদের বঞ্চনা ঘোচাতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, মানুষ এতদিন ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, আমরা সেই বঞ্চনা দূর করতে চাই। নির্বাচন কমিশন এ লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।
রোববার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে একথা বলেন তিনি।
এসময় নাসির উদ্দিন বলেন, এই সরকারের উপর মানুষের যেমন প্রত্যাশা অনেক বেশি, আমাদের ওপরও তেমন প্রত্যাশা। সংস্কার কমিশনগুলো বানানো হয়েছে সংস্কারের মাধ্যমে অতীতকে বদলানোর জন্য। পুরনো চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
তিনি বলেন, ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তথ্য সংগ্রহের এ কাজে সবার সহযোগিতা চাই। ধাপে ধাপে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার পর পৌনে এক লাখ লোকবলকে এ কর্মসূচির আওতায় আনা হবে।
সিইসি বলেন, বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, আমরাও ক্রান্তিকালীন সময়েরই নির্বাচন কমিশন। দায়িত্ব ছাড়াও দেশবাসীর প্রত্যাশা সরকারের কাছে বেশি, আমাদের কাছেও বেশি। সংস্কার প্রতিবেদন অনুযায়ী, আইন-কানুনের বিভিন্ন জায়গায় হাত দিতে হবে। সে লক্ষ্যে কাজ করছি। এজন্য পুরোনো মন-মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি বলেন, সব সংস্কারের বড় সংস্কার নিজের আত্মাকে সংস্কার করা। মন-মগজ সংস্কার না হলে আখেরে ভালো কিছু বয়ে আনবে না। আমাদের মন-মানসিকতায় সংস্কার আনতে হবে।
তিনি আরও বলেন, ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলের সংস্কার কাজের অনেক কিছুই বাস্তবায়ন হয়নি। আমাদের এখানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন রয়েছে। তারা যে সুপারিশ দেবে, তাতে আমাদের বিধিবিধান, আইন-কানুনে পরিবর্তন আনতে হবে।
তিনি বলেন, নির্বাচন সংস্কার কমিশন কি সুপারিশ দিবেন জানি না, তবে আমার মনে হচ্ছে এরপর আমাদের আইন, বিধি-বিধানে পরিবর্তন আনতে হবে।
এ সময় নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, মানুষের মাঝে এই মুহূর্তে নির্বাচন নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে, তারা ভোট দিতে চান। টাকা অর্জনের মোটিভ নিয়ে যাতে কেউ ভোটার তালিকা অন্তর্ভুক্তির কাজে অংশগ্রহণ না করে। মৃত ভোটার, ভুয়া ভোটার এবং নতুন ভোটারের ক্ষেত্রে সমানভাবে কাজ করতে হবে।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আগের নির্বাচনগুলো যেভাবে কলুষিত হয়েছে সেটাকে পুনরুদ্ধার করতে আমাদের যা যা করা দরকার আমরা করবো। ভোটার তালিকা হালনাগাদে কোনো অনিয়ম, অবহেলা ও অস্বচ্ছতা মেনে নেওয়া হবে না।