বুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

মানুষ হত্যা করে সরকার উৎখাত করা যাবে না: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১৩, ২০২৩ ৬:৫৪ অপরাহ্ণ

বিএনপি নাশকতা ও মানুষ হত্যা করে সরকার উৎখাত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আর যারা রেললাইন কেটে, যানবাহন আগুন দিয়ে নাশকতার মাধ্যমে মানুষ হত্যা করছে তাদেরকে ক্ষমা করা হবে না বলেও জানিয়েছেন তিনি।

বুধবার বিকেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নতুন কমিটির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, এর আগেও বিএনপি জামাতের সন্ত্রাসীরা ট্রেনে নাশকতার চেষ্টা করেছে। এবার ভোর রাতে তারা ট্রেনে নাশকতা করেছে।

‘নাশকতা করে, মানুষ হত্যা করে বিএনপি সরকার উৎখাত করতে চায়। মানুষ হত্যা করে সরকার উৎখাত করতে পারবে না বিএনপি।’

হরতাল-অবরোধের নামে বিএনপি প্রতিদিন গাড়ি পোড়াচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, মানুষ হত্যা করে আন্দোলন করে কি পাবে বিএনপি?

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ভোটে বেশিরভাগ রাজনৈতিক দল অংশ নিলেও নির্বাচনের তফসিল বর্জন করে সহিংস কর্মসূচি চালাচ্ছে বিএনপি ও তাদের সহযোগীরা।

সরকারের পতনের এক দফা দাবিতে প্রায় প্রতিদিনই হরতাল-অবরোধ কর্মসূচির ডাক দিচ্ছে বিএনপি। এসব কর্মসূচিতে জন সম্পৃক্ততা না থাকলেও অসংখ্য যানবাহন পোড়ানো হচ্ছে।

গত ২৮ অক্টোবর থেকে ১৩ ডিসেম্বর ভোর পর্যন্ত, ৪৬ দিনে ২৭৪টি যানবাহনে আগুন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

বুধবার ভোরে লাইন কেটে ফেলায় বুধবার ভোরে গাজীপুরের ভাওয়াল রেলস্টেশনের কাছে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে একজন নিহত ও আহত হয়েছেন আরো কয়েকজন।

এই দুর্ঘটনার পেছনে নাশকতা রয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে মনে করছে বাংলাদেশ রেলওয়ে।

প্রধানমন্ত্রী বলেন, মানুষকে পুড়িয়ে মারার মধ্য দিয়ে কি আন্দোলন হয়? পাকিস্তানি হানাদার বাহিনী, ইসরাইলি বাহিনীর মতো দেশেও হাসপাতালের ওপর হামলা, পুলিশের ওপর হামলা, পুলিশ পিটিয়ে হত্যা করা হচ্ছে।

আন্দোলনের নামে এমন সহিংসতা কার স্বার্থে, প্রশ্ন করেন তিনি।

শেখ হাসিনা বলেন, যারা রেললাইন কেটে, আগুন দিয়ে মানুষ হত্যা করে তাদের মধ্যে মনুষ্যত্ব বলে কিছু নেই। জনগণকেই এদের প্রতিহত করতে হবে।

‘আর যারা রেললাইন কেটে, মানুষ পুড়িয়ে, পুলিশ পিটিয়ে হত্যার পরিকল্পনা করে তাদের ক্ষমা নেই। তাদের শাস্তি পেতেই হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা আঁকড়ে ধরার কোনো চেষ্টা আওয়ামী লীগের নেই। যতক্ষণ ক্ষমতায় থাকবো, দেশের উন্নয়ন করবো। দেশের উন্নয়ন হয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না।

ব্যবসায়ীদের উদ্দেশ করে তিনি বলেন, আমাদের হাওয়া ভবন নেই। কারো পাওনা দিয়ে ব্যবসা করতে হয় না। ব্যবসায়ীরা স্বাধীনভাবে ব্যবসা করতে পারেন।

‘আমাদের কারো করুণা ভিক্ষা করে চলতে হবে না। নিজের পায়ে দাঁড়ানো আমাদের লক্ষ্য।’

বাংলাদেশকে আত্মমর্যাদাশীল ও আত্মনির্ভরশীলল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতেই প্রতিটি পদক্ষেপ নেয়া হয়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত