শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

মালিতে স্বর্ণখনি ধসে নিহত ৪৮

আফ্রিকার দেশ মালিতে একটি অবৈধ স্বর্ণখনি ধসে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও অনেকে। গতকাল শনিবার দেশটির পশ্চিমাঞ্চলে অবৈধভাবে পরিচালিত ওই স্বর্ণের খনিতে ধস নামে। কর্তৃপক্ষ এবং স্থানীয় সূত্রের বরাত দিয়ে মালির বামাকো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে মালি একটি। একইসঙ্গে এটি আফ্রিকার শীর্ষস্থানীয় স্বর্ণ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি। দেশটিতে মূল্যবান ধাতুটির অনিয়ন্ত্রিত খনির নিয়ন্ত্রণ করার জন্য কর্তৃপক্ষ লড়াই করে যাচ্ছে। খনির স্থানগুলোতে নিয়মিতভাবে মারাত্মক ভূমিধসের কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে।

পুলিশের এক সূত্র জানায়, খনি ধসে ৪৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন পানিতে পড়ে মারা গেছেন। তাদের মধ্যে একজন নারী ছিলেন এবং তার পিঠে শিশুও ছিল।

স্থানীয় এক কর্মকর্তা ধসের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে কেনিয়েবা স্বর্ণখনি শ্রমিক সমিতিও ৪৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই নিয়ে দেশটিতে খনিধসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮০০ জনে।

Facebook
X
WhatsApp
Email
Telegram
সর্বশেষ
ফেসবুক নেটওয়ার্ক ও পার্টনার পেজ
সর্বশেষ সংবাদ জানতে—এখনই সাবস্ক্রাইব করুন!
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
কপিরাইট © 2025 সর্বস্বত্ব সংরক্ষিত — লন্ডন মিরর।
সম্পাদক: হাসিনা আক্তার
সার্চ করুন
লগইন/সাইন আপ
সর্বশেষ সংবাদ জানতে—এখনই সাবস্ক্রাইব করুন!