বুধবার , ২৮ সেপ্টেম্বর ২০২২ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

মিছিল-সমাবেশে লাঠি যেন আনা না হয়: পুলিশ

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২৮, ২০২২ ৬:০১ অপরাহ্ণ

রাজনৈতিক মিছিল ও সমাবেশে লাঠি বহন না করার পরামর্শ দিয়েছে পুলিশ। বিএনপির সাম্প্রতিক কিছু কর্মসূচিতে লাঠি হাতে নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে আলোচনার মধ্যে পুলিশের কাছ থেকে এই পরামর্শ এলো।

বুধবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম) একেএম হাফিজ আক্তার এ পরামর্শ দিয়ে বলেন, ‘রাজনৈতিক মিছিল ও সমাবেশে লাঠি আনার প্রয়োজন নেই।’

 

বিএনপির কর্মসূচিতে জাতীয় পতাকায় লাঠি বেঁধে আনার বিষয়টি উল্লেখ করে হাফিজ আক্তার বলেন, ‘ডিএমপির পক্ষ থেকে সব ডিসিকে বলা হয়েছে, কোনো সভা-সমাবেশে লাঠিতে পতাকা বেঁধে যেন আনা না হয়, সেটা বলার জন্য। কারণ লাঠি কোথাও পড়ে গেলে, তাতে জাতীয় পতাকার অবমাননা হয়।’

 

বিএনপি নেতারা অভিযোগ করে আসছে, নানা কর্মসূচিতে তাদের ওপর ক্ষমতাসীনদের হামলা হচ্ছে, সে কারণে আত্মরক্ষার জন্য কর্মীরা লাঠি হাতে আসছেন। এ বিষয়ে পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ বলেন, ‘সমাবেশের নিরাপত্তা পুলিশ দেখবে। একটি সমাবেশের আশেপাশে অন্যান্য নাগরিক থাকেন। তাদের স্বাভাবিক কর্মকাণ্ড যেন বাধাগ্রস্ত না হয়, সেটি ছাড়াও সমাবেশের নিরাপত্তার বিষয় পুলিশ দেখে থাকে।’

 

বিএনপির সমাবেশের জন্য পুলিশের অনুমতি না পাওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাফিজ আক্তার বলেন, ‘ঢাকায় রাজনৈতিক ও অরাজনৈতিক গ্রোগ্রামের অনুমতি দেওয়া হচ্ছে। যদি মনে করা হয়- কোনোটিতে ঝুঁকি আছে, সেখানে স্থানীয় পুলিশের মতামত নেওয়া হয়। দেখা গেল, কোনো এক জায়গায় একাধিক সংস্থা বা দল সমাবেশ ও সভার অনুমতির আবেদন করেছে। সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তখন নাগরিক সুরক্ষার জন্য অনুমতি বা অনুমোদন দেওয়া হয় না।’

 

দুই-একটা ‘বিচ্ছিন্ন ঘটনা’ ছাড়া শান্তিপূর্ণভাবে ঢাকায় সমাবেশ হচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন ডিএমপির এই কর্মকর্তা।

সর্বশেষ - আন্তর্জাতিক