ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। শনিবার (২৯ মার্চ) মিয়ানমারের জান্তা সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বিষয়টি নিশ্চিত করেছে।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ানমারের মান্দালায় শহর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও শঙ্কা জানিয়েছে সংশ্লিষ্টরা।
প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পকবলিত স্থানগুলোতে বিধ্বস্ত ভবনের ইট-কংক্রিটের নিচে চাপা পড়াদের জীবিত থাকার সম্ভাবনা প্রতি সেকেন্ডে কমে আসছে। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে খালি হাতেই উদ্ধার তৎপরতা চালাচ্ছে জরুরি বিভাগের সদস্যরা।
ভয়াবহ এই দুর্যোগে যেকোনো দেশ মিয়ানমারকে সহায়তা পাঠাতে পারে বলে ঘোষণা দিয়েছেন জান্তা প্রধান মিন অং লাইং।
এর আগে, গতকাল শুক্রবার ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় মিয়ানমারে। এরপর অনুভূত হয় ৬ দশমিক ৪ মাত্রার আরও একটি আফটার শক। ভূমিকম্পে কেঁপে ওঠে থাইল্যান্ডও। থাইল্যান্ড ছাড়াও দক্ষিণ-পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশেও কম্পন অনুভূত হয়।












The Custom Facebook Feed plugin