আজ মুক্তি পেতে পারেন জামিন পাওয়া বিডিআরের ১৭৮ জন জওয়ান। বুধবার (২২ জানুয়ারি) মুক্তি পাবার কথা থাকলেও আদালতে জামিননামা জমা দেয়ার প্রক্রিয়ার ধীর গতির কারণে, এদিন মুক্তি পাননি তারা।
গত ১৯ জানুয়ারি বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় করা বিস্ফোরক মামলায় দুই শতাধিক বিডিআর জাওয়ানের জামিনের আদেশ দেন ঢাকার বিশেষ ট্রাইবুনাল-২। এরপর থেকেই শুরু হয় জামিনের প্রস্তুতি।
সবশেষ মঙ্গলবার ১৭৮ জনের জামিনের তালিকা প্রকাশ করে আদালত। তবে জামিনের আদেশ হলেও কাগজ চালাচালির ধীর গতির কারণে গতকাল মুক্তি মেলেনি তাদের। বুধবার বিকেল নাগাদ সকল বন্দির জামিননামা দাখিল করেন আইনজীবীরা।
আজ কেরানীগঞ্জ ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ১৭৮ জন বিডিআর জাওয়ানের মুক্ত হবার কথা রয়েছে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে ওই ঘটনা।
সেই বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনী বিডিআরের নাম বদলে যায়, পরিবর্তন আসে পোশাকেও। এ বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।












The Custom Facebook Feed plugin