মঙ্গলবার , ১১ জুলাই ২০২৩ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

মেক্সিকোর বাজারে মুখোশধারীদের হামলা-আগুন, নিহত ৯

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১১, ২০২৩ ১০:৩৯ পূর্বাহ্ণ

উত্তর আমেকিার দেশ মেক্সিকোতে একটি বাজারে মুখোশধারীদের হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। হামলাকারীরা প্রথমে গুলি চালায় এবং বাজারের কিছু অংশে দাহ্য পদার্থ ঢেলে তাতে আগুন দিয়ে পালিয়ে যায়।

মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এসব তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, একদল মুখোশধারী মধ্যাঞ্চলীয় টোলুকা শহরের প্রধান একটি বাজারে হামলা চালালে এবং আগুন ধরিয়ে দিলে প্রাণহানির এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

রাজ্য প্রসিকিউটরের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এ হামলায় এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে আটজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে মারা যান। মৃতদের মধ্যে তিনজনের বয়স ১৮ বছরের কম বলে মনে হচ্ছে।

টোলুকার মেয়র রেমুন্ডো মার্টিনেজ বলেছেন, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এ হামলার ঘটনা ঘটতে পারে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, টোলুকা শহরে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করে। শহরের ওই বাজারটি মেক্সিকোর দ্বিতীয় বৃহত্তম বাজার। প্রতিদিন বাজারটিতে প্রায় ২৬ হাজার ক্রেতা আসেন।

সর্বশেষ - আন্তর্জাতিক