রবিবার , ১৯ মে ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট অগ্রহণযোগ্য: কাদের

প্রতিবেদক
Newsdesk
মে ১৯, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ

মেট্রোরেলের ভাড়ার ওপর এনবিআরের ভ্যাট নেওয়ার সিদ্ধান্ত অগ্রহণযোগ্য মন্তব্য করে তা বাতিলের জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার রাজধানীর একটি হোটেলে মেট্রোরেলের ব্র্যান্ডিং বিষয়ক সেমিনারে একথা বলেন তিনি।

অনুষ্ঠানে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে মেট্রোরেলের পরিচালনার জন্য ভর্তুকি দেয়া হয়। কিন্তু এ দেশে ভ্যাট বসানো হচ্ছে।

বিদ্যুতের দাম ২২ শতাংশ বৃদ্ধির পর ভ্যাট আরোপ করলে মেট্রোর ভাড়া বৃদ্ধি ছাড়া কোনো  উপায় থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

আগামী জুলাই থেকে মেট্রোরেলের ভাড়ায় ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে বলে সম্প্রতি এক চিঠি দিয়ে ডিএমটিসিএলকে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শুরু থেকে ভ্যাটমুক্ত থাকার পর নতুন করে তা আরোপের বিষয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এর আগে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট আরোপ বাস্তবসম্মত নয়। প্রতিবেশী দেশে পাঁচ শতাংশ ভ্যাট আরোপের নজির আছে। তবে ভ্যাট আরোপের যৌক্তিক বিষয়টি প্রধানমন্ত্রী ভেবে দেখবেন।

সর্বশেষ - আন্তর্জাতিক