শুক্রবার , ৫ এপ্রিল ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

মেট্রোরেলের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: ওবায়দুল কাদের

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ৫, ২০২৪ ৩:৪৬ অপরাহ্ণ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কারা মেট্রোরেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট যোগ করার ঘোষণা দিয়েছে, সেটা জানা নেই। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত আসার কথা। আজ শুক্রবার (৫ এপ্রিল) বেলা ১১টার পর টিঅ্যান্ডটি মাঠে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পরিবহনমন্ত্রী বলেন, মেট্রোরেল গণপরিবহণ হিসেবে মানুষকে বিশেষ সেবা দিচ্ছে। আর জনগণও এর সুফল পাচ্ছে। জুলাই মাসের এখনও অনেক বাকি। মেট্রোরেলের টিকিটের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ভাড়া বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।

এর আগে, বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো একটি চিঠির সূত্রে জানা যায়, চলতি বছরের জুলাই থেকে মেট্রোরেলের টিকিটের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ হতে যাচ্ছে। বলা হয়, মেট্রোরেলের টিকিটের ওপর বর্তমানে ভ্যাট মওকুফ রয়েছে, যার সময়সীমা আগামী ৩০ জুন শেষ হবে। এর পরে ওই ভ্যাট অব্যাহতির সুবিধা বাতিল করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বান্দবানের পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পার্বত্য চট্টগ্রামের বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। প্রশাসনও সজাগ দৃষ্টি রেখেছে। তবে, এ বিষয় নিয়ে গোটা পার্বতী চট্টগ্রাম অশান্ত হবে এমনটা ভাবার কোনো কারণ নেই। অচিরেই এর সমাধান হয়ে যাবে। এ ঘটনার পেছনে কে বা কারা জড়িত বা কোন গোষ্ঠী জড়িত, সরকার তা খতিয়ে দেখছে বলেও জানান তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক