আর্জেন্টিনা জাতীয় দলে বিশ্রাম পেলেও ক্লাবের হয়ে থামেননি লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে দাপুটে পারফরম্যান্সে আবারও নজর কাড়লেন এই বিশ্বকাপজয়ী তারকা।
আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মেসির জোড়া গোলে ৪-০ ব্যবধানের বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি। গোল করার পাশাপাশি জর্দি আলবাকে দিয়ে করিয়েছেনও একটি।
ম্যাচের প্রথম গোল আসে ৩৯ মিনিটে— দুই ডিফেন্ডারের ফাঁদ পেরিয়ে বক্সের ভেতর থেকে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন মেসি।
বিরতির পর ৫২ মিনিটে জর্দি আলবাকে অ্যাসিস্ট করেন তিনি, আর ৬১ মিনিটে দারুণ এক দূরপাল্লার শটে গোল করেন লুইস সুয়ারেজ।
শেষদিকে ৮৭ মিনিটে আলবার অ্যাসিস্টেই বুক দিয়ে বল নামিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি।
চলতি এমএলএস মৌসুমে এটি ছিল মেসির ২৬তম গোল। এই গোলের মাধ্যমে তিনি ২০২৩ সালের গোল্ডেন বুটজয়ী ডেনিস বুয়াঙ্গাকে পেছনে ফেলেছেন।












The Custom Facebook Feed plugin