বুধবার , ২২ নভেম্বর ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

যুক্তফ্রন্টের আত্মপ্রকাশ, কল্যাণ পার্টির নেতৃত্বে তিন দলীয় জোট নির্বাচনে যাওয়ার ঘোষণা

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৫ অপরাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার লক্ষ্যে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে তিন দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট নামে নতুন রাজনৈতিক জোটের আত্ম প্রকাশ ঘটেছে।

এই জোটে রয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল) ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)। নতুন এই জোট আসন্ন ভোটে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে।

বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জোটের ঘোষণা দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও যুক্তফ্রন্টের সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

যুক্তফ্রন্ট নির্বাচনে যাওয়ার প্রয়োজন মনে করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

নতুন জোটের বিষয়ে গণমাধ্যমকে সৈয়দ ইবরাহিম বলেছিলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে নতুন এই জোট গঠন হচ্ছে।

নতুন জোট আগামী সংসদ নির্বাচনে যাবে কিনা জানতে চাইলে তিনি বলেছিলেন, আমি সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য নতুন জোট করছি, নির্বাচনের জন্য নয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব জাফর আহমেদ জয়, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ।

সর্বশেষ - আন্তর্জাতিক