জাতিসংঘের ৭৮তম অধিবেশনে যোগ দিয়ে দেশে ফেরার পথে শনিবার লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। তিনি বিমানবন্দর থেকে হোটেল পৌঁছালে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও প্রবাসী বাংলাদেশীরা প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কে অভ্যর্থনা জানাতে বাকিংহ্যাম গেইটের তাজ হোটেলের সামনে সকাল থেকেই অপেক্ষা করছিলেন ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ সহ দলের অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মীরা।
দলীয় সভানেত্রীকে স্বাগত জানাতে এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক সহ দলের শীর্ষ নেত্রীবৃন্দ।
লন্ডনে অবস্থানকালে প্রধানমন্ত্রী ব্রিটেনে শীর্ষ রাজনৈতিক দলের নেত্রীবৃদন্দের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। সোমবার ওয়েস্টমিনস্টারে মেথডিস্ট সেন্ট্রাল হলে প্রবাসী বাংলাদেশীদের দেওয়া সংম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
লন্ডনে ৪ দিনের যাত্রা বিরতি শেষে মঙ্গলবার প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন।












The Custom Facebook Feed plugin