এবার যুক্তরাষ্ট্রের ওকলাহোমা ও আইওয়ায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে টর্নেডো। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪ জন।
রোববার (২৮ এপ্রিল) আঘাত হানে টর্নেডো। নিহতদের মধ্যে ৪ মাসের শিশুও রয়েছে। এ ঘটনায় আহত আরও অনেকে। বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। উপড়ে পড়ে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। ক্ষতিগ্রস্থ হয় আবাসিক এলাকা। ধ্বংস্তূপ সরাতে শুরু করেছে কতৃপক্ষ। নিখোঁজদের সন্ধান করছেন জরুরি বিভাগের সদস্যরা।
গত তিন দিন ধরেই যুক্তরাষ্ট্রের দক্ষিনাঞ্চলে তান্ডব চালাচ্ছে শক্তিশালী টর্নেডো। হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। দূর্যোগের কারনে জারি করা হয়েছে জরুরী অবস্থা। এমন দূর্যোগপূর্ণ পরিস্থিতি সোমবার পর্যন্ত চলমান থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।