বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলায় নিহত ৪

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৭, ২০২৩ ১০:২০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন; তার অবস্থা গুরুতর।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ইউনিভার্সিটি অব নেভাদার প্রধান ক্যাম্পাসে হামলার ঘটনাটি ঘটে। যারা নিহত হয়েছেন তাদের মধ্যে একজন হামলাকারী নিজেই।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) প্রতিবেদনগুলো বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেভাদা লাস ভেগাসের প্রধান ক্যাম্পাসে হামলার ঘটনা ঘটে বুধবার। এক বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হন। পরে হামলাকারী নিজেও নিহত হয়।

লাস ভেগাস পুলিশ বিভাগ সোশ্যাল মিডিয়ায় লিখিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। তবে, এতে তারা নিহতদের পরিচয় নিশ্চিত করেনি। হামলাকারী পুলিশের গুলিতে নিহত নাকি আত্মহত্যা করেছে সে ব্যাপারেও কোনো তথ্য দেওয়া হয়নি বিবৃতিতে।

ইউনিভার্সিটি পুলিশের মুখপাত্র অ্যাডাম গার্সিয়া ব্রিফিংয়ে বলেছেন, ক্যাম্পাসে একজন সক্রিয় শুটারের বিষয়ে জানার পর আইন প্রয়োগকারী কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়। সন্দেহভাজন ওই ব্যক্তি নিহত হয়েছে।

লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের শেরিফ কেভিন ম্যাকমাহিল বলেছেন, ঘটনাস্থল ও আশপাশের এলাকায় এখন আর হুমকি নেই। তবে ‘সতর্কতার কারণে’ স্থানগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক