বর্তমান কয়েকজন সংসদ সদস্যকে বাদ দিয়ে আসন্ন জাতীয় সংসদ সংসদ নির্বাচনে রাজশাহী ও রংপুর বিভাগে নৌকার প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
সোমবার দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সকালে সভা শুরু হয়।
ওবায়দুল কাদের বলেন, প্রথম দিনের সভায় রাজশাহী বিভাগে ৩৬টি ও রংপুর বিভাগে ৩৩টি আসনে নৌকার মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজ রংপুরের ৩৩টি, রাজশাহীতে ৩৯টিসহ মোট ৭২টি আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আমরা সব আসনে মনোনয়ন চূড়ান্ত না হওয়ার পর্যন্ত ফল প্রকাশ করব না। আমরা একসঙ্গে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করব।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমান সংসদ সদস্যদের মধ্যে কেউ কেউ বাদ পড়েছেন।’ কারা বাদ পড়েছেন, তা জানাননি ওবায়দুল কাদের।
আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনীতিবিদদের বাইরে কাউকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করা হয়নি।
তবে ’জনপ্রিয় প্রার্থীদের সবচেয়ে গুরুত্ব দেয়া হচ্ছে’ বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার সকাল দশটা থেকে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আবার বসবে। শনিবার বৈঠকের পর দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।
এরপর শনিবার নৌকার প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানান ওবায়দুল কাদের।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।
তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর।












The Custom Facebook Feed plugin