যাদের উদ্দেশ্য ভিন্ন, যারা জনগণের রায়ের মুখোমুখি হতে ভয় পায়, তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১ জানুয়ারি) রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় নেতাকর্মীদের ধৈর্য না হারিয়ে মানসিকভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তবে জনগণের অধিকার নিশ্চিত করতে হলে প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন। দেশের প্রয়োজনে নতুন দলের সৃষ্টি হবে এতে বিচলিত হওয়ার কিছু নেই।
রাষ্ট্রের প্রয়োজনে বিএনপি যে কোনো সিদ্ধান্তকে স্বাগত জানায় উল্লেখ করে তারেক রহমান বলেন, স্বৈরাচার বিদায় নেওয়ায় এখন মানবিক দেশ গড়ার পালা। বাজার নিয়ন্ত্রণে সরকার কী কী ব্যবস্থা নিয়েছে জনগণ দেখতে চায়।
পাশাপাশি কোনো হঠকারিতার কারণে গণঅভ্যুত্থানের সাফল্য যাতে ব্যর্থ না হয় সেদিকে সজাগ থাকারও পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আহ্বান জানান, কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকারও।
এসময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ পালিয়ে গেলেও দেশি-বিদেশি চক্রান্ত অব্যাহত রয়েছে। দেশের চলমান সঙ্কট সমাধানের একমাত্র পথ নির্বাচন।
ন্যুনতম যে সংস্কার সেটি করে নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানিয়ে তিনি বলেন, দেশের চলমান সংকটের সমাধান শুধুমাত্র নির্বাচন। আবারও চক্রান্তের খেলা শুরু হয়েছে, তবে তা সফল হবে না।
ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে, এদের রুখে দিতে হবে, সাইবার ওয়ার করতে হবে। তাই সোস্যাল মিডিয়ায় ছাত্রদলের কর্মকাণ্ড বাড়ানোর পরামর্শ দেন বিএনপি মহাসচিব।
প্রতিষ্ঠার ৪৬ বছরে নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।
প্রতিষ্ঠাবার্ষিকীর শুরুতেই রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি।