লক্ষ্মীপুরে একটি শ্মশানে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। কেটে ফেলা হয়েছে শ্মশান প্রাঙ্গণের গাছপালা। আগুনে পুড়ে গেছে অফিস ও কালি প্রতিমা।
সোমবার রাতে জেলার রায়পুর উপজেলার পৌর শ্মশানে এ ঘটনা ঘটে। তবে শ্মশান কমিটির লোকজন ঘটনাটি প্রথমে চেপে গেলেও মঙ্গলবার সন্ধ্যায় একটি ভিডিও সোস্যালে ছড়িয়ে পড়লে তা জানাজানি হয়। এরপর ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সোমবার রাত আটটার দিকে শ্মশানের প্রধান ফটক বন্ধ করে সবাই চলে যায়। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এসে পুড়ে যাওয়া অফিস ও কালি প্রতিমা দেখা যায়। দুর্বৃত্তরা ফার্নিচার ভাঙচুর ও গাছপালাও কেটে ফেলে। পরে বিষয়টি কমিটির লোকজনকে জানানো হলে তারা গড়িমসি করেন।
তাদের অভিযোগ, ঘটনা সোমবার রাতে ঘটনা ঘটলেও শ্মশান কমিটির লোকজন বিষয়টি দিনভর গোপন রাখেন এবং প্রশাসনকে তাৎক্ষণিক না জানিয়ে শুধু নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে বৈঠক করেন। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তাদের জানানো হলে মঙ্গলবার রাতে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এটি বিচ্ছিন্ন ঘটনা দাবি করে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখছি। এটি সাম্প্রদায়িক কোনো বিষয় নয়। এখানে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রয়েছে। তথ্য গোপন থাকার কোনো সুযোগ নেই। এটা বের হয়ে আসবেই। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।