যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যকার পরিকল্পিত একটি বৈঠক বাতিল করা হয়েছে। রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের আগে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শনিবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিট জানিয়েছে, রানির শেষকৃত্যের আগে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যকার পরিকল্পিত ‘পূর্ণমাত্রার দ্বিপাক্ষিক বৈঠকটি’ লন্ডনের পরিবর্তে বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে অনুষ্ঠিত হবে।
রানির মৃত্যুতে জাতীয় শোক পালনের পর উভয় নেতার মধ্যে আলোচনার আয়োজন করা হলে তা আরও বিস্তৃত আলোচনার সুযোগ দেবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী লিজ ট্রাস অবশ্য শনিবার নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।
বিবিসি বলছে, কেন্টের চেভেনিং হাউসে শনিবার নিউজিল্যান্ডের জেসিন্ডা আরডার্ন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস।
অবশ্য বাইডেনের সঙ্গে বৈঠকটি স্থগিত হলেও রোববার ডাউনিং স্ট্রিটে আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে লিজ ট্রাস দেখা করবেন বলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন নিশ্চিত করেছে।