বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

লাইনচ্যুত বগি অপসারণ, সাড়ে চার ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৭, ২০২৩ ১১:৩৮ অপরাহ্ণ

রাজধানীর তেজগাঁওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের লাইনচ্যুত বগি অপসারণ করা হয়েছে। প্রায় সাড়ে চার ঘণ্টা পর এই রুট দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিকেল ৪টা ৫০ মিনিটে ডাউন লাইনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের সঙ্গে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনের ধাক্কা লাগে। এসময় ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা রেলওয়ে স্টেশনের সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তবে এসময় পদ্মা সেতুর রেল সংযোগ চালু হওয়ায় কমলাপুর থেকে দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের কিছু রুটের রেল চলাচল স্বাভাবিক ছিলো।

পরে প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় লাইন ক্লিয়ার করা হলে, রাত সাড়ে ৯টার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়।

এই রুট দিয়েই রাজধানীর সঙ্গে রেল যোগাযোগ রয়েছে পুরো চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ঢাকা বিভাগের। এছাড়া রাজশাহী বিভাগের সিংহভাগ এবং খুলনা বিভাগের বেশ কিছু ট্রেনও এই রুট দিয়ে চলাচল করে।

সর্বশেষ - আন্তর্জাতিক