অবৈধ অভিবাসী দাবি করে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্য থেকে শত শত বাঙালি মুসলিমকে যথাযথ প্রক্রিয়া ছাড়াই আটক করে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিচ্ছে ভারত।
বৃহস্পতিবার (২৪ জুলাই) তথ্যটি জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এদের অনেকেই বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলির ভারতীয় নাগরিক বলেও জানিয়েছে সংস্থাটি।
ভারত কর্তৃপক্ষের দাবি, কোনো বৈধ কাগজপত্র ছাড়াই তারা বাংলাদেশ থেকে ভারতে ঢুকে বাস করতে শুরু করেছে। যা ভারতের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ডের লঙ্ঘন করছে। চলতি বছরের মে মাস থেকে, ভারতীয় রাজনৈতিক দল বিজেপি বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশে পুশ ইন অভিযান জোরদার করেছে।
যথাযথ প্রক্রিয়া ছাড়া দেশ থেকে মানুষদের বিতাড়িত করা, বৈষম্যকে আরও বাড়িয়ে তুলছে বলে মনে করছেন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া পরিচালক এলেন পিয়ারসন। এখনো পুশ-ইন করা ব্যক্তিদের নির্দিষ্ট সংখ্যা জানায়নি ভারত সরকার।












The Custom Facebook Feed plugin