মঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

শনিবার নিবন্ধিত দলগুলোর সঙ্গে বসছে ইসি

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৩১, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ

আগামী ৪ নভেম্বর নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে প্রস্তুতি নিয়ে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির এই বৈঠক হবে। বুধবার দলগুলোকে চিঠি দেওয়া হবে।

জাহাংগীর আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানাতে সংলাপ করবে নির্বাচন কমিশন। আগামী ৪ নভেম্বর ৪৪টি দলের সঙ্গে কমিশন বসবে। সংলাপের জন্য দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা তাদের নির্ধারিত দুই প্রতিনিধিকে আমন্ত্রণ জানাবে কমিশন। নিবন্ধিত সবগুলো দলকে দুই ভাগে সংলাপের জন্য ডাকা হবে।

রাজনৈতিক দলগুলো ছাড়াও দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৫ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাসহ সার্বিক বিষয় অবহিত করতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছে ইসি।

নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার লক্ষ্য নিয়ে সব কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে।

নির্বাচনকালীন সরকার কেমন হবে তা নিয়ে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মতবিরোধ রয়েছে।

বিএনপি চাইছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করতে হতে হবে। আওয়ামী লীগ বলছে, বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে।

সরকার পতনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপির অবরোধ কর্মসূচির মধ্যেই রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসার উদ্যোগের কথা জানালো নির্বাচন কমিশন।

সংবিধান অনুযায়ী, সংসদের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগে ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন হতে হবে। বর্তমান সংসদের মেয়াদ শেষ হচ্ছে ২৯ জানুয়ারি। সেই হিসাবে ৯০ দিনের গণনা শুরু হবে ১ নভেম্বর থেকে।

এর আগে গত বছরের জুলাইয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে ইসি। তবে বিএনপি ও আটটি বিরোধী দল ওই সংলাপে অংশ নেয়নি। তারা বলছে, বর্তমান নির্বাচন কমিশনের পক্ষে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন সম্ভব নয়।

চলতি বছরের মার্চে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বিএনপিকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে আধা সরকারি চিঠিও দিয়েছিলেন। তাতেও সাড়া দেয়নি দলটি।

সর্বশেষ - আন্তর্জাতিক