শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
শর্তাবলি ও নিয়ম
শর্তাবলি ও নিয়ম

London Mirror (https://londonmirror.net) ওয়েবসাইটে প্রবেশ ও ব্যবহারের মাধ্যমে আপনি নিচে উল্লেখিত শর্তাবলি ও নিয়মাবলীতে সম্মতি প্রদান করছেন। অনুগ্রহ করে ওয়েবসাইট ব্যবহারের পূর্বে শর্তগুলো মনোযোগসহকারে পড়ুন।

১. ওয়েবসাইট ব্যবহারের শর্ত

এই ওয়েবসাইটের সকল কনটেন্ট শুধুমাত্র তথ্য ও সংবাদ পরিবেশনের উদ্দেশ্যে প্রকাশিত। London Mirror–এর পূর্বানুমতি ছাড়া কোনো কনটেন্ট আংশিক বা সম্পূর্ণভাবে কপি, পুনঃপ্রকাশ, বিতরণ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা নিষিদ্ধ।

২. কনটেন্টের দায়বদ্ধতা

London Mirror সর্বোচ্চ চেষ্টা করে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রকাশ করতে। তবে কোনো সংবাদ, মতামত বা বিশ্লেষণের সম্পূর্ণ নির্ভুলতা বা পূর্ণতার নিশ্চয়তা প্রদান করে না। প্রকাশিত কনটেন্টের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তের জন্য London Mirror দায়ী নয়।

৩. মতামত ও মন্তব্য

ব্যবহারকারীদের মন্তব্য তাদের নিজস্ব মতামত প্রকাশ করে। আপত্তিকর, বিভ্রান্তিকর, বিদ্বেষমূলক, মিথ্যা বা আইনবিরোধী মন্তব্য প্রকাশ না করার অধিকার London Mirror সংরক্ষণ করে।

৪. তৃতীয় পক্ষের লিংক

ওয়েবসাইটে তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ার লিংক থাকতে পারে। এসব ওয়েবসাইটের কনটেন্ট, নীতি বা কার্যক্রমের জন্য London Mirror কোনোভাবেই দায়ী নয়।

৫. মেধাস্বত্ব (Intellectual Property)

London Mirror–এ প্রকাশিত সকল লেখা, ছবি, ভিডিও, লোগো ও ডিজাইন সংশ্লিষ্ট মেধাস্বত্ব আইনের আওতাভুক্ত এবং London Mirror বা সংশ্লিষ্ট কনটেন্ট প্রদানকারীর মালিকানাধীন।

৬. ওয়েবসাইট পরিবর্তন ও স্থগিতাদেশ

London Mirror যেকোনো সময় ওয়েবসাইটের কনটেন্ট, ফিচার বা পরিষেবা পরিবর্তন, সাময়িকভাবে স্থগিত বা বন্ধ করার অধিকার সংরক্ষণ করে।

৭. দায় সীমাবদ্ধতা

ওয়েবসাইট ব্যবহারের ফলে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ক্ষতির জন্য London Mirror দায়ী থাকবে না।

৮. আইন ও বিচারব্যবস্থা

এই শর্তাবলি বাংলাদেশের প্রযোজ্য আইনের আওতাধীন হবে। যে কোনো বিরোধ সংশ্লিষ্ট আদালতের এখতিয়ারভুক্ত হবে।

৯. শর্তাবলির পরিবর্তন

London Mirror প্রয়োজন অনুযায়ী এই শর্তাবলি ও নিয়ম পরিবর্তন বা হালনাগাদ করতে পারে। পরিবর্তিত শর্তাবলি ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথেই কার্যকর হবে।

১০. যোগাযোগ

Terms & Conditions সম্পর্কিত যেকোনো প্রশ্নের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:


🌐 Website: https://londonmirror.net

সর্বশেষ
আমাদের সংবাদকর্মী দল
ফেসবুক নেটওয়ার্ক ও পার্টনার পেজ
সর্বশেষ সংবাদ জানতে—এখনই সাবস্ক্রাইব করুন!
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
কপিরাইট © 2025 সর্বস্বত্ব সংরক্ষিত — লন্ডন মিরর।
সম্পাদক: হাসিনা আক্তার
সার্চ করুন
লগইন/সাইন আপ
সর্বশেষ সংবাদ জানতে—এখনই সাবস্ক্রাইব করুন!