শহীদ পরিবারের সঙ্গে না বসে অন্তর্বর্তী সরকার চেয়ার ছাড়তে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার (২৬ জুলাই) বিকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবের শহীদদের সম্মানে আয়োজিত স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি।
সারজিস বলেন, ৩১ জুলাই এর মধ্যে যদি জুলাই সনদ না আসে তাহলে কারও ধার না ধরে জুলাই পরিবারদের সিদ্ধান্ত নিতে হবে কার চেয়ার ধরে টান দেবে, কোথায় গিয়ে দাঁড়াতে হবে। শহীদ পরিবারের সাথে না বসে এই সরকার চেয়ার থেকে নামতে পারবে না। এই এক বছরে কি সংস্কার হয়েছে সরকারকে তা উন্মুক্ত মঞ্চে ঘোষণা করতে হবে।
তিনি বলেন, স্মরণ সভায় যাদের উপস্থিত হবার কথা ছিল তারা সবাই যেদিন উপস্থিত হবে সেদিন এই সভা সফল হবে। যেদিন খুনি হাসিনার বিচার হবে, সেদিন এই সভা সফল হবে। সকল স্টেকহোল্ডারকে শহীদ পরিবারের কাছে যেতে হবে।












The Custom Facebook Feed plugin