রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
মঙ্গলবার রাত ১১টায় দুবাই থেকে ঢাকায় আসা একটি ফ্লাইটের এক নারী যাত্রীকে তল্লাশি করে স্বর্ণগুলো জব্দ করা হয়।
জব্দ করা স্বর্ণগুলোর মধ্যে ছিল আট কেজি ২১৭ গ্রাম ওজনের স্বর্ণের বার ও অলংকার। যার বাজার মূল্য সাড়ে ছয় কোটি ৫৭ লাখ ৩৬ হাজার টাকা টাকা। আটক যাত্রীর নাম রেখা পারভীন।
বুধবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম এ তথ্য জানান।
শুল্ক গোয়েন্দা জানায়, গোপন ওই নারীকে তল্লাশি করে ৬৯টি স্বর্ণবার, একটি স্বর্ণের চেইন, ছয়টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়। এরপর স্বর্ণবারগুলো ঢাকা কাস্টম হাউসের গুদামে জমা দেওয়া হয় ও যাত্রীকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে ফৌজদারি মামলা দায়ের করা হয়।












The Custom Facebook Feed plugin