দিল্লি হাই কোর্ট শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের পরিচালিত নেটফ্লিক্স সিরিজ ব্যাডস অব বলিউড নিয়ে করা মানহানি মামলা খারিজ করেছে। মামলাটি করেছিলেন প্রাক্তন এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে, যিনি শাহরুখ, তার প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও নেটফ্লিক্সের বিরুদ্ধে ২ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করেছিলেন।
ওয়াংখেড়ে অভিযোগ করেছিলেন যে সিরিজটি তার ভাবমূর্তি নষ্ট করেছে এবং এটি সরানোর আবেদনও করেছিলেন। তবে আদালত জানায়, এটি দিল্লিভিত্তিক ঘটনা নয়, তাই মামলাটি এখানকার আওতায় আসে না। ফলে আদালত সরাসরি মামলা খারিজ করে দেয়।
২০২১ সালের অক্টোবরে একটি প্রমোদতরীতে মাদকবিরোধী অভিযানে আরিয়ান খান গ্রেপ্তার হন। তদন্তের নেতৃত্বে ছিলেন সমীর ওয়াংখেড়ে। পরে কোনো প্রমাণ না মেলায় আরিয়ান মুক্তি পান। চলতি বছর ব্যাডস অব বলিউড সিরিজে মাদককাণ্ডকে ব্যঙ্গ করে কিছু সংলাপ ও চরিত্র তুলে ধরা হয়, যা নিয়েই আইনি পথে যান ওয়াংখেড়ে।












The Custom Facebook Feed plugin