সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক দেলোয়ারের পদত্যাগ চেয়ে শান্তিনগর মোড়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এর ফলে ওই এলাকায় যানজট তৈরি হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলা ভার্সনের ছাত্রীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় তাদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে রোববার মোমবাতি প্রজ্বলন করতে গেলে ওই শিক্ষক বাধা দেন। একই সঙ্গে ছাত্রলীগের নেতারা ছাত্রীদের লাঞ্ছিত করেন।