আধিপত্য বিস্তার, স্লেজিং-বুলিংয়ের জেরে ফের সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের বিপরীতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
এসময় ঢাকা কলেজের ‘বিজয় ৭১’ ও ‘শঙ্খনীল’ নামের শিক্ষার্থী পরিবহনের দুটি বাস ভাঙচুর করেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
হামলার বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি।
দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কোনো ধরনের অপ্রিয় ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।


















