নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে আগামী শুক্র ও শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
ঘোষণা কর্মসূচি অনুযায়ী, আগামী শুক্রবার সারাদেশের জেলা সদরে কালো পতাকা মিছিল করা হবে। আর পরেরদিন শনিবার কালো মিছিল হবে সব মহানগরে।
রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, এখনো প্রতিদিন বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। কিন্তু সরকার এসব তাকিয়ে দেখছে না। তারা লুটপাট ও কথার বুলিতে ব্যস্ত।
রিজভী বলেন, বিদেশিদের অভিনন্দনের নামে সরকার অপপ্রচার চালাচ্ছে। দুঃশাসন আর অনিয়ম করে ভোটাধিকার কেড়ে নেয়ায় জনগণ সরকারকে প্রত্যাখ্যান করেছে। জনগণ ভোটকেন্দ্রে না গিয়ে নীরব প্রতিবাদ জানিয়েছে।
সাত জানুয়ারির ভোট শুধু দেশের জনগণ নয়, সব গণতান্ত্রিক বিশ্বেও প্রত্যাখ্যাত হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
তিনি দাবি করেন, জনগণ বিএনপির সাথে আছে। বিএনপিও সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।
কর্মসূচিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানান রুহুল কবির রিজভী।