স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে এখন আমরা স্মার্ট বাংলাদেশে ধাবিত হচ্ছি।
শুক্রবার বিকালে কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়ার দরিয়ারপাড় ঈদগাহ কমপ্লেক্সের উন্নয়ন কাজের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্রে বিশ্বাস করে না, জনগণের ভোটে ক্ষমতায় আসে। সন্ত্রাস জঙ্গিবাদের শিকার হতে চাই না। অতীতে সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান দেখেছি।
আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আলোকিত বাংলাদেশে এসেছি। শেখ হাসিনার বিকল্প কেবল শেখ হাসিনাই।
তিনি আরও বলেন, বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন- দেশকে পালটে দেবেন। এখন দেশের সব কিছুতে পালটে দেওয়ার ছোঁয়া লেগেছে। এ পালটে দেওয়ার ছোঁয়া অব্যাহত রাখার লক্ষ্যে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে একযোগে সবাইকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান এমপি, বিপিএম (বার) পিপিএম (বার) ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু জাহের, মো. আব্দুল মান্নান বিপিএম (বার) পুলিশ সুপার কুমিল্লা, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা ও দৈনিক আমার সংবাদ ও দ্য ডেইলি পোস্টের সম্পাদক হাশেম রেজা।
বুড়িচং-ব্রাহ্মণপাড়া দরিয়ারপাড় ঈদগাহ কমিটির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ভিপি মো. মনিরুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ প্রমুখ।