শুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন না হলে আন্দোলনের হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৭, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ

সংখ্যানুপাতিক পদ্ধতিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলনের ৫ম যুব সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম তার বক্তব্যে অন্তর্বতীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন। বলেন, একটি শক্তিকে খুশি করতে আওয়ামী লীগকে আগামী নির্বচান প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়ার কথা বলা হচ্ছে। জনগণের সাথে এই ধোঁকাবাজি হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ইসলামী আন্দোলনের আমির বলেন, জনগণ আগামীতে আর চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না।

সম্মেলন শেষে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়। সম্মেলন ঘিরে সকাল থেকেই সারাদেশ থেকে ইসলামী যুব আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন। এই মাঠে আজ জুম্মার নামাজ আদায় করেছেন দলটির নেতাকর্মীরা।

সর্বশেষ - আন্তর্জাতিক