রবিবার , ৫ মার্চ ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সংঘর্ষের পর ঢাকা কলেজে ছুটি ঘোষণা

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৫, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ

আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর ছুটি ঘোষণা করা হয়েছে ঢাকা কলেজ। আগামীকাল সোমবার কলেজের কার্যক্রম বন্ধ থাকবে।

অনিবার্য কারণ দেখিয়ে কলেজ বন্ধ ঘোষণা করেছেন অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। তবে এদিন পূর্বনির্ধারিত পরীক্ষা চলবে বলে জানিয়েছেন তিনি।

অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আগামী ৬ মার্চ কলেজের সব ক্লাস স্থগিত থাকবে। এ ছাড়া ‘শুভ দোলযাত্রা’ উপলক্ষে ৭ মার্চ এবং ‘পবিত্র শবেবরাত উপলক্ষে’ ৮ মার্চও কলেজের সব ক্লাস বন্ধ থাকবে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় তিন কলজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। দুই ঘণ্টারও বেশি সময় এ সংঘর্ষ চলে। পরে পুলিশ টিয়ার গ্যাস ছুড়লে ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীদের। তারা নিজ নিজ কলেজ ক্যাম্পাসে ফিরে গেলে থেমে যায় তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ।

সংঘর্ষ চলাকালে কয়েক দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ল্যাবএইড হাসপাতালের পেছনের সড়ক গ্রিন রোড ও সায়েন্স ল্যাব মোড়ে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।

রবিবার (৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

সর্বশেষ - আন্তর্জাতিক