আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ জন্য ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে। পাশাপাশি নির্বাচনে ভোট সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ দেবে যুক্তরাজ্য।
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য বিভিন্ন স্টেক-হোল্ডারদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে কমিশন। এর অংশ হিসেবে বিভিন্ন দেশের দূতদের সঙ্গেও বৈঠক করছে সংস্থাটি।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এসময় তিনি জানান, বাংলাদেশের নির্বাচনে ভোট সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে সহায়তা করবে তার দেশ।
যুক্তরাজ্য বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় উল্লেখ করে সারাহ কুক বলেন, প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে আমাদের ‘ফলপ্রসূ আলোচনা’ হয়েছে।
তিনি আরও বলেন, ড. ইউনূস আগামী বছর ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তা যুক্তরাজ্য স্বাগত জানায়। এ নির্বাচনে যুক্তরাজ্য সহায়তা দেবে। বিশেষ করে ‘সিভিক এডুকেশন’ ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেয়ার বিষয়ে।
এদিকে দুপুরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল বৈঠক করে নির্বাচন কমিশন সচিবসহ কমিশনের কর্মকর্তাদের সঙ্গে।
ইসি সচিব আখতার আহমেদ জানান, সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ধাপে ধাপে ১৫০ প্রতিনিধি পাঠাতে ইচ্ছুক ইইউ। বাংলাদেশে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা বিদেশি প্রতিনিধিদের।












The Custom Facebook Feed plugin