ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে করা ফৌজদারি মামলার সাজা স্থগিত হওয়ার পর এবার সংসদ সদস্যপদ (এমপি) ফিরে পেলেন এ কংগ্রেস নেতা।
সোমবার সকালে স্পিকারের সচিবালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। সুপ্রিম কোর্ট তার সাজা স্থগিত করার দুই দিন পর তাকে এমপি হিসেবে পুনর্বহাল করা হলো।
বিবিসির খবরে বলা হয়েছে, এদিন কংগ্রেস নেতারা সংসদের বাইরে স্লোগান দিয়ে এবং মিষ্টি বিতরণ করে তার প্রত্যাবর্তন উদযাপন করেন।
রাহুল সংসদে ফিরে আসায় অন্যান্য বিরোধী দলের নেতারাও স্বস্তি প্রকাশ করেছেন।
২০১৯ সালের লোকসভা ভোটের নির্বাচনী প্রচারে কর্ণাটকের কোলার জেলায় এক জনসভায় ভাষণ দেয়ার সময় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল।
দুর্নীতির মামলায় জড়িত ভারতের পলাতক ব্যবসায়ী নীরব মোদি এবং ললিত মোদির নাম উল্লেখ করে রাহুল জানতে চেয়েছিলেন, ‘চোরদের পদবি’ কেন মোদি হয়?
সংসদের বাইরে কংগ্রেস নেতাদের মিষ্টি বিতরণ
রাহুলের এমন মন্তব্যের পরপরই বিজেপির সংসদ সদস্য পূর্ণেশ মোদি তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়েছিল, রাহুল ‘মোদি’ সম্প্রদায়ের মানহানি করেছেন।
চলতি বছরের মার্চ মাসে গুজরাট রাজ্যের একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং দুই বছরের কারাদণ্ড দেয়। দোষী সাব্যস্ত হওয়ার একদিন পরেই তিনি এমপির মর্যাদা হারান।
ওই মামলায় দোষী সাব্যস্ত হওয়া এবং সংসদ সদস্য হারানোয় বিরোধী দলগুলোর সমালোচনার মুখে পড়ে বিজেপি সরকার। রায় পুনর্বিবেচনার দাবি করে বিরোধী দলগুলো।
সে সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, মামলায় যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।
দেশটির রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, একজন আইন প্রণেতা হিসাবে রুহুলের পুনর্বহাল হওয়ার বিষয়টি ভারতের রাজনীতিতে ইতিবাচক ঘটনা।