সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি দশম দফার ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। অবরোধ শুরুর সকাল বেলাই রাজধানীতে একটি ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানী খিলগাঁওয়ের তালতলা এলাকায় অগ্রণী ব্যাংকের স্টাফদের বহন করা বাসে আগুন দেওয়া হয়। বাসটি বিআরটিসির।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার সাংবাদিকদের জানান, সকাল সাড়ে আটটার দিকে খবর পাই। পরে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে তার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা।
এদিকে বিএনপির ডাকা দশম দফার অবরোধের শুরুতে রাজধানীর ভেতরে কোথাও কোনো ধরনের প্রভাবের খবর পাওয়া যায়নি। উত্তরা থেকে মতিঝিল সব সড়কেই মানুষ ও যানবাহনের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। খিলগাঁওয়ে একটি বাসে আগুন ছাড়া আর কোনো অপ্রীতিকর খবরও পাওয়া যায়নি।
মঙ্গলবার অজ্ঞাতস্থান থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে দশম দফা অবরোধ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হবার পর থেকে ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো।