নোয়াখালীর হাতিয়ায় চুরির অভিযোগে সালিশি বৈঠকের জন্য আটক এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকার প্রধান সড়কের পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম মো. জাফর (১৮)। তিনি স্থানীয় মো. জাকেরের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গত সপ্তাহে চানন্দি ইউনিয়ন পশ্চিম শাখা বিএনপির সভাপতি সোহেল মাহমুদের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ শুরু করেন জাফর। কয়েকদিন পর কাজ ছেড়ে চলে গেলে তার বিরুদ্ধে আলমারির চাবি, মোবাইল চার্জার ও কিছু আসবাবপত্র চুরির অভিযোগ ওঠে।
শুক্রবার সন্ধ্যায় আলী বাজার এলাকা থেকে জাফরকে ধরে মোটরসাইকেলে করে প্রকল্প বাজারে নিয়ে আসেন সোহেল মাহমুদ। সেখানে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে জাফরের বাবাকেও ডাকা হয়। অভিযোগ আছে, একপর্যায়ে বাবাকে বাড়ি পাঠিয়ে দিয়ে জাফরকে আটকে রেখে নির্যাতন করা হয়।
জাফরের বাবা মো. জাকের বলেন, “আমার ছেলেকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। যদি অপরাধ করেও থাকে, তারা আমার হাতে দিত পারতো। আমি এর বিচার চাই।”
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা সোহেল মাহমুদ বলেন, ছেলেটি আগে আমার বাড়িতে কাজ করতো। কিছু জিনিস চুরি করে পালিয়ে যায়। পরে তাকে আলী বাজারে দেখা গেলে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বাবাকেও ডাকা হয়েছিল। এরপর কী হয়েছে, আমি জানি না। সকালে তার মৃত্যুর খবর পাই।
হাতিয়ার মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিউদ্দিন বলেন, “বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা-এখনও নিশ্চিত নয়। আমরা তদন্ত করছি।”












The Custom Facebook Feed plugin