শনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সব বিভাগেই বিএনপির সমাবেশ আজ

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ১১:০৫ পূর্বাহ্ণ

বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে সারাদেশে শনিবার (৪ ফেব্রুয়ারি) বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করতে পারে দলটি।

শনিবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে ঢাকা বিভাগীয় সমাবেশ। একই সময়ে শুরু হবে সকল বিভাগীয় সমাবেশ।

দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা টাউন হল ময়দানের সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

চট্টগ্রাম মহানগর বিএনপি অফিসের সামনে সমাবেশে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রাজশাহী সোনামসজিদ মোড়ে সমাবেশে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

খুলনা সিটি করপোরেশনের সামনে সোসাইটি মোড়ে সমাবেশে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বরিশাল জিলা স্কুল মাঠে সমাবেশে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে সমাবেশে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সিলেট রেজিস্টারি মাঠে সমাবেশে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

রংপুর মহানগর বিএনপি অফিসের সামনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

ফরিদপুরের কমলপুর হাই স্কুল মাঠে সমাবেশে উপস্থিত থাকবেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

জানা যায়, ক্ষমতাসীন দলের ‘উসকানিমূলক পাল্টা’ কর্মসূচির প্রতিবাদে এবং বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে এ সমাবেশ করবে বিএনপি জোট।

একই দিন সমাবেশ করবে সমমনা ৫৪টি রাজনৈতিক দল এবং জোটও।

সর্বশেষ - আন্তর্জাতিক