মঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সময় থাকতে পদত্যাগ করুন, নয়তো ফয়সালা রাজপথে: ফখরুল

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১৮, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, সময় থাকতে পদত্যাগ করুন, নয়তো ফয়সালা রাজপথে হবে। তিনি বলেন, জনগণ আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। তারা যতোই বলুক, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না।

মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলীতে এক দফার দাবিতে পদযাত্রার উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

এসময় ফখরুল বলেন, এটা শুধু পদযাত্রা নয়, এটি বিজয়ের যাত্রা। বিএনপিসহ ৩৬টি দলে দাবি সরকারকে পদত্যাগ করতে হবে।

ঢাকা-১৭ আসনের নির্বাচনকে ‘তামাশা’ মন্তব্য করে তিনি বলেন, ওই নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পড়েনি। তামাশা করে কোনো লাভ নেই। জনগণের সঙ্গে প্রতারণা করে আর লাভ হবে না। চাল, ডাল তেলের দাম বাড়ছে, আরও বাড়বে। কারণ এই সরকার অসৎ ব্যবসায়ীদের।

গণতন্ত্রকে কবরে এবং নির্বাচন ব্যবস্থা শেষ করে দেওয়া হয়েছে মন্তব্য করে তিনি সরকারকে বলেন, আগে পদত্যাগ করুন, এরপর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। এক দফা দাবি আদায় করা হবে। বিএনপির এই পদযাত্রার মধ্যদিয়ে বিজয়ের যাত্রা শুরু। শান্তিপূর্ণভাবে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নেয়া হবে।

পদযাত্রার সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন,

এই সরকারকে বিদায় দিয়ে বিএনপির দাবি অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হবে। নতুন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কিছু সরকারি কর্মকর্তাদের ওপর ভর করে সরকার গণবিচ্ছিন্ন হয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তারা সব কিছু হারিয়ে এখন ব্যবসায়ীদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

তার দাবি, বাংলাদেশের ৯৯ শতাংশ ব্যবসায়ী সরকারের বিদায় চায়। কেননা সরকারের সিন্ডিকেটে তারা জিম্মি হয়ে পড়েছে।

দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমান উল্লাহ আমান বলেন, রাজপথে জনগণ নেমে এসেছে। আন্দোলনেই সরকারকে বিদায় নিতে হবে।

 

সর্বশেষ - আন্তর্জাতিক