শনিবার , ৩ ডিসেম্বর ২০২২ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সমাবেশের রাজনীতি জনপ্রিয়তা যাচাইয়ের চেষ্টায় বড় দুদল

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৩, ২০২২ ৪:৫০ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলছে সমাবেশের রাজনীতি। এসব সমাবেশে নেতাকর্মীসহ জনগণের উপস্থিতির মাধ্যমে জনপ্রিয়তা প্রমাণের চেষ্টা করছে বড় দুই রাজনৈতিক দল। একই সঙ্গে মাঠে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। এ ধরনের সমাবেশের বক্তৃতায় অভিযোগ পালটা অভিযোগের তীর ছোড়া হচ্ছে প্রতিপক্ষের দিকে।

নানা ইস্যুতে এক পক্ষ অপর পক্ষকে ঘায়েল করার চেষ্টা চালাচ্ছে। এসব নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাঠ। এ পরিস্থিতিতে আজ রাজশাহীতে বিএনপির গণসমাবেশ। আগামীকাল চট্টগ্রামে আওয়ামী লীগের জনসভা।

বিএনপির সঙ্গে পালটাপালটির বিষয় স্বীকার না করলেও নানা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জাতীয় নির্বাচনকে সামনে রেখে জেলা পর্যায়ে জনসভা শুরু করেছে দলটি। যশোরের পর আগামীকাল চট্টগ্রামে হবে জনসভা। এতে প্রধান অতিথি হিসাবে থাকবেন প্রধানমন্ত্রীয় শেখ হাসিনা। এতে উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি আগামী নির্বাচন নিয়েও কথা বলবেন। বিএনপি আমলের নানা ‘অপকর্ম’সহ তাদের ব্যর্থতাগুলো তুলে ধরবেন। যশোরের সমাবেশেও এ ধরনের বিষয় নিয়ে কথা বলেন তিনি।

সমাবেশ উপলক্ষ্যে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে দমনেরও পালটা হুমকি দিচ্ছেন নেতারা। পাশাপাশি রাজধানী ঢাকায়ও শান্তি সমাবেশ করছে। ৯ ডিসেম্বর গুলিস্তানে সমাবেশের ডাক দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। ১০ ডিসেম্বর ঢাকার বিভিন্ন স্থানে সমাবেশ করবে আওয়ামী লীগ।

আজ রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে বিএনপির নবম গণসমাবেশ। ১২ অক্টোবর থেকে এ কর্মসূচি শুরু করেছে দলটি। যা ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানা দাবিতে এ গণসমাবেশ করছে। এতে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনার পাশাপাশি দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিচ্ছেন নেতারা।

এ কর্মসূচিতে জনস্রোত ঠেকাতে পরিবহণ ধর্মঘটসহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টিসহ গণগ্রেফতারের অভিযোগ দলটির। ১০ ডিসেম্বর ঢাকা গণসমাবেশকে কেন্দ্র করেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিন নতুন করে আবারও কর্মসূচি দেওয়ার কথা রয়েছে বিএনপির।

সর্বশেষ - আন্তর্জাতিক