বুধবার , ২০ ডিসেম্বর ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সরকার ফেলে দেওয়া এত সহজ নয়: শেখ হাসিনা

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ২০, ২০২৩ ৬:৪৩ অপরাহ্ণ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দু-একটা গাড়িতে আগুন দিয়ে বিএনপি ভেবেছে সরকার ফেলে দেবে, এতো সহজ নয়।

বুধবার সিলেটে সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় শেখ হাসিনা এ কথা বলেন।

এই জনসভার মধ্যে দিয়েই দ্বাদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।

তিনি বলেন, বোমাবাজি, আগুন দিয়ে মানুষ মারার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নির্বাচন হতে দেবে না-এতো সাহস কীভাবে পায়? লন্ডন থেকে কুলাঙ্গার নির্দেশ দিয়ে মানুষ হত্যা করছে। দু-একটা গাড়িতে আগুন দিয়েই বিএনপি ভেবেছে সরকার ফেলে দেবে, এতো সহজ নয়। অত ভাত দুধ দিয়ে খায় না। তারেক রহমান মানি লন্ডারিংয়ের আসামি। লন্ডনে বসে মানুষ পুডিয়ে মারার হুকুম দেয়।

বিকেল সোয়া তিনটার দিকে শেখ হাসিনা সমাবেশের মঞ্চে পৌঁছান। তিনি সভাস্থলে পৌঁছাবার পর স্লোগানে মুখরিত হয়ে ওঠে সরকারি আলিয়া মাদরাসার মাঠ।

তিনি মঞ্চে উপস্থিত হবার পর নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান। মঞ্চে বসার পর ‘বাবা শাহ জালালের দেশ সিলেট ভূমিরে…’ এবং ‘কোন মেস্ত্ররি নাও বানাইছে কেমন দেখা যায়…’ গান দুটি পরিবেশন করা হয়।

সমাবেশে শেখ হাসিনা বলেন, বিএনপি বাণিজ্য করেই ধ্বংস করেছে নির্বাচন। একজন লন্ডনে বসে মনোনয়নপত্র বিক্রি করেছে। আরেকজন গুলশানে বসে মনোনয়নপত্র বিক্রি করেছে। আবার পল্টন থেকেও আরেকবার বিক্রি করেছে। তারা এভাবে নির্বাচনকে বাণিজ্যে পরিণত করে ধ্বংস করেছে নির্বাচনকে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ২০০১ সালের নির্বাচনে আমাদেরকে ক্ষমতায় আসতে দিলো না। কেন দিল না? বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক গ্যাস। ওই আমেরিকা প্রস্তাব করলো গ্যাস বিক্রি করতে হবে। কারণ আমেরিকার কোম্পানি এখানে গ্যাস উত্তোলন করে। আমি বলেছিলাম আমি গ্যাস বেচবো না। এই গ্যাস আমাদের জনগণের, এই গ্যাস জনগণের কল্যাণে ব্যবহার হবে। জনগণের কল্যাণে ব্যবহার করে যদি ৫০ বছরের রিজার্ভ রেখে অতিরিক্ত থাকে তাহলে বেচবো। তারা খুব নাখোশ হলেন। সিদ্ধান্ত নিলেন আমাকে ক্ষমতায় আসতে দেবে না। তা ছাড়া আমাদের দেশেরও কিছু লোক ছিলো।

তিনি আরও বলেন, যে জায়গায় কূপ খনন করে গ্যাস পায় নি, সেই একই জায়গায় কূপ খনন করে গ্যাস পাওয়া গেছে আওয়ামী লীগের সময়। শুধু গ্যাস নয়, তেলও পাওয়া গেছে। আসলে আল্লাহ জানে বিএনপির হাতে গেলে এগুলো নয় ছয় করবে।

সর্বশেষ - আন্তর্জাতিক