শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

সশস্ত্র বাহিনীর প্রধান চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার স্থলে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জন ডান কেইনকে দায়িত্ব দিয়েছেন তিনি।

বিবিসি-সিএনএনএর খবরে বলা হয়েছে, ট্রাম্পের এমন সিদ্ধান্ত সবাইকে খানিকটা অবাক করেছে। কেননা, জন ডান কেইন চার তারকা জেনারেল ছিলেন না। এমনকি তাকে অবসর থেকে ফিরিয়েছেন ট্রাম্প।

নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাঙ্কচেট্টি ও বিমান বাহিনীর উপপ্রধান জেনারেল জেমস স্লিফকে বরখাস্তের ঘোষণা দিয়েছে ‘ট্রাম্প প্রশাসন’। ঘোষণাটি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল পদে থাকা চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করার বিষয়টি নিজের সামাজিকমাধ্যম ট্রুথে স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জানান ট্রাম্প। তিনি জেনারেল চার্লসকে ‘ভালো ও ভদ্রলোক’ বলেও উল্লেখ করেন। একইসঙ্গে সামরিক বাহিনীর আরও কিছু কর্মকর্তাকে বরখাস্ত করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। আমি প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে আরও পাঁচ উচ্চপদস্থ কর্মকর্তার মনোনয়ন চূড়ান্ত করার নির্দেশনা তিনি দিয়েছেন, এবং তা দ্রুত ঘোষণা করা হবে- সে কথাও বলেছেন ট্রাম্প।

ট্রাম্প গত ২০ জানুয়ারি শপথ নেওয়ার আগেই সশস্ত্র বাহিনীতে ব্যাপক রদবদল আনার ঘোষণা দিয়েছিলেন। জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করে সেটির সূচনা করেছেন তিনি।

Facebook
X
WhatsApp
Email
Telegram
সর্বশেষ
ফেসবুক নেটওয়ার্ক ও পার্টনার পেজ
সর্বশেষ সংবাদ জানতে—এখনই সাবস্ক্রাইব করুন!
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
কপিরাইট © 2025 সর্বস্বত্ব সংরক্ষিত — লন্ডন মিরর।
সম্পাদক: হাসিনা আক্তার
সার্চ করুন
লগইন/সাইন আপ
সর্বশেষ সংবাদ জানতে—এখনই সাবস্ক্রাইব করুন!