সাময়িক বন্ধ আছে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যভাণ্ডার এবং জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ওয়েবসাইট।
নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, দেশের সাইবার হামলার শঙ্কায় নয়, এমন অনাকাঙ্খিত পরিস্থিতি মোকবিলায় প্রস্তুতি হিসেবে (ড্রিল) সাময়িকভাবে সার্ভার বন্ধ আছে। তবে কিছুক্ষণের মধ্যেই তা আবারও স্বাভাবিক হবে।
এর আগে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ১৫ আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশে বড় ধরনের হামলা চালানোর হুমকি দিয়েছিল একটি হ্যাকারগোষ্ঠী। সরকার থেকে জানানো হয়েছিল, সাইবার হামলা রোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৩১ জুলাই নিজেদের ভারতীয় হ্যাকার পরিচয় দিয়ে তারা হুমকি দিয়েছিল, বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানেও সাইবার হামলা চলানো হবে।