জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসা দেয়া বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের (বিএসএমএমইউ) অধ্যাপক ডা. মোস্তফা জামান। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি থানায় তিনি জিডি করেন।
ডা. মোস্তফা জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীকে অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু মেডিক্যালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। এরপর তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সদস্য হিসেবে কাজ করেছেন তিনি।
তিনি বলেন, অন্য সাধারণ রোগীদের মতই তাকে পর্যাপ্ত সুচিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু ফেসবুকে সাঈদীকে চিকিৎসা দেওয়া হয়নি এমন গুজব ছড়িয়ে তাকে হুমকি দিচ্ছে সাঈদীর অনুসারীরা।
ফোনে এবং মেসেঞ্জারে বেশ কয়েকটি প্রাণনাশের হুমকি পাবার পর, তিনি পুলিশের শরণাপন্ন হন। রাত দেড়টার দিকে তিনি থানায় জিডি করেন।
ডা. মোস্তফা বলেন, সাঈদীর চিকিৎসা নিয়ে যা ছড়ানো হচ্ছে তা সব গুজব। চিকিৎসকরা তাকে সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা করেছেন।
হঠাৎ অসুস্থ বোধ করলে গত রোববার বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।