বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সাবেক আইজিপি শহীদুল ৭, মামুন ৮ দিনের রিমান্ডে

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ৪, ২০২৪ ১২:৫৬ অপরাহ্ণ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হককে সাত দিন এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আট দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আলাদা দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক শীর্ষ এই দুই পুলিশ কর্মকর্তাকে বুধবার সকাল সাতটায় আদালতে তুলে জিজ্ঞাসাবাদের রিমান্ডে নেওয়া আবেদন করেন।

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো আখতারুজ্জামান শহীদুলকে সাতদিন ও মামুনকে আটদিনের রিমান্ডে পাঠান।

চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে গত ১৯ জুলাই মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সাঈদের মৃত্যুর ঘটনায়। গত ১৩ আগস্ট আদালতে হওয়া এই হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছয়জনকে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে।

এদিকে গত ১৯ জুলাই ঢাকার নিউমার্কেট এলাকায় ৪৫ বছর বয়সী ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় আসামি করা হয়েছে শহীদুল হককে।

এর আগে মঙ্গলবার রাতে পুলিশের সাবেক দুই আইজিকে গ্রেপ্তার করার বিষয় নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এ কে এম শহীদুল হকের বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে। তাদের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ জানায়, শহীদুল হককে উত্তরা ১৬ নং সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আর চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা হওয়ায় সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করায় রাতে পুলিশ তাকে হেফাজতে নেয়।

শহীদুল হক ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পুলিশের আইজি হন। তিনি ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত ওই পদে ছিলেন। অবসরে যাওয়ার পর শহীদুল হক দ্বাদশ জাতীয় নির্বাচনে শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন। তবে মনোনয়ন পাননি।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর থেকে শেখ হাসিনার সরকার পতনের দিন পর্যন্ত আইজিপি ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার নেতৃত্বে পুলিশ বাহিনীর অনেক সদস্যদের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ আছে।

সবশেষ ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান মামুন। গত ৬ আগস্ট আইজিপি থেকে তাকে অবসরে পাঠানো হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক