বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর ২০২২ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় বাংলাদেশির নাম

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ৮, ২০২২ ১:০২ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রভিত্তিক বাণিজ্য সাময়িকী ফোর্বসের করা সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় আবারও উঠে এসেছে বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ আজিজ খানের নাম এসেছে৷

আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী ফারুক খানের ভাই আজিজ বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান সামিট গ্রুপের চেয়ারম্যান৷ এবারের তালিকায় আজিজ খান রয়েছেন ৪২ নম্বরে। তার সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১০০ কোটি মার্কিন ডলার। প্রতি ডলারের বিনিময়মূল্য ৯৫ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাড়ে ৯ হাজার কোটি টাকা৷

২০১৮ সালে সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় ৩৪ নম্বরে ছিলেন তিনি৷

২০১৬ সালে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস আইসিআইজের প্রকাশিত অফশোর লিকসেও আজিজ খান ও তাঁর পরিবারের সদস্যদেরও নাম আসে৷ সে সময় বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি৷

আজিজ খান গত এক দশকেরও বেশি সময় ধরে সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা৷ বাংলাদেশে বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস, কমিউনিকেশনস, হসপিটালিটি, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, রিয়েল এস্টেট খাতে ব্যবসা রয়েছে সামিট গ্রুপের৷

সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের সিঙ্গাপুর হেডকোয়র্টারে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর দায়িত্বে আছেন আজিজ খানের মেয়ে আয়েশা আজিজ খান৷ আজিজ, ফারুকের আরেক ভাই জাফর উমেদ খানও এ কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য৷

সর্বশেষ - আন্তর্জাতিক