শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ-ভাঙচুর

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ১১:১৪ পূর্বাহ্ণ

গাজীপুরে রাস্তা পারাপারের সময় সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করেছেন। এতে ভোগান্তিতে পড়েছেন বহু যাত্রী।

শনিবার সকাল সাড়ে আটটার দিকে মহানগরের কুনিয়া তারগাছ এলাকা এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মুনিরা। তিনি স্থানীয় একটি টেক্সটাইল কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় মুনিরা ঘটনাস্থলে মারা যান। শ্রমিক নিহতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এবং গাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক