২০১০ সালের পর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সবসময়ই এগিয়ে থাকে বাংলাদেশ। কিন্তু এবার এর ব্যত্যয় ঘটেছে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয়টিতে হেরে ব্যাকফুটে টাইগার বাহিনী। তাই তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের জন্য সিরিজ নির্ধারণী হলেও বাংলাদেশের জন্য সমতার লড়াই। আর বিশ্বকাপে খেলার আগে উভয় দলের খেলোয়াড়দের জন্য এটাই শেষ আন্তর্জাতিক ম্যাচ।
এদিকে শেষ ম্যাচে বাংলাদেশ দলে বেশ পরিবর্তন এসেছে। লিটন ও তামিমের না থাকাতে অধিনায়ক হয়ে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত।
মঙ্গলবার দুপুর দেড়টায় মিরপুর টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানান, আজকের ম্যাচে অভিষেক হতে যাচ্ছে জাকির হোসেনের।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হোসেন, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, জাকির হোসেন, মাহাদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়ং, ডেন ফক্সক্রফট, হেনরি নিকোলস, টম ব্লুন্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকোনজি, ইশান্ত সোধী, অ্যাডাম মিলনে, লুকি ফার্গুসেন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট।